ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি ও বিএসএফ’র মধ্যে মিষ্টি বিনিময়

মানবজমিন হিলি স্থলবন্দর প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০০:০০

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। শনিবার দুপুর ১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখার ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ভালেরাও ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস মিয়া দু’বাহিনীর পক্ষে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও দু’জনে কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যগন উপস্থিত ছিলেন। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস মিয়া জানান, আজ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। আমরাও তাদেরকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে  সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে এ জন্য আমরা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে মিষ্টিসহ অন্যান্য সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। বেশ কিছুদিন ধরেই হিলি সীমান্তে দু’বাহিনীর মাঝে এ ধরনের রেওয়াজ চলে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও