স্বামী কৃপাকরানন্দকে মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা গভীর এক পরিকল্পনার অংশ মাত্র...
কয়েকদিন বেশ উত্তেজনায় কাটল। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। এই খবরে উত্তাল হল নেট-দুনিয়া। উত্তরপ্রদেশের 'সন্ন্যাসী মুখ্য়মন্ত্রী' যোগী আদিত্যনাথের আদলে এই বাংলাতেও নাকি গেরুয়াধারী এক ব্যক্তি টক্কর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রচার এমনই হল যেন, বিজেপি তো ক্ষমতায় এসেই গেছে! শুধুমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে কাউকে একটা বসানোর অপেক্ষা।
সর্বভারতীয় স্তরে সে খবর পৌঁছাতে না পৌঁছাতেই সংবাদমাধ্যমে বেলুড় মঠের বিবৃতি প্রকাশিত হল। এখবর ভিত্তিহীন। রামকৃষ্ণ মিশনের ছাত্র ও অনুরাগীরা কৃপাকরানন্দের একটি বিবৃতিও সোশ্যাল মিডিয়ায় ছড়ালেন।