টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

এনটিভি টুঙ্গিপাড়া প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১৭:২০

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর সমাধীসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে পবিত্র সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও