![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/marzuk-2008151102.jpg)
পাবলিক খালি নাটক, সিনেমায় অশ্লীলতা খুঁজে পায়: মারজুক রাসেল
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১৭:০২
কবি, গীতিকবি ও অভিনয়শিল্পী মারজুক রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে ভক্তদের নজরে থাকেন। ‘ইঙ্গিত করে বলা’ পোস্টগুলোর মাধ্যমে কখনো আলোচনায় আবার কখনো পড়েন সমালোচনায় উঠে আসেন তিনি। তবে সব কিছুর উর্ধ্বে মারজুক একান্তই নিজের মতো ভাবেন-বলেন এবং চলেন।