কলকাতায় শোক দিবস পালিত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল আটটায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এ সময় উপহাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপহাইকমিশন অফিস চত্বরে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু মঞ্চের। তারপর বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়। এই কর্নারে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতিবাহী নানা স্মারক, ঐতিহাসিক দলিল, মুক্তিযুদ্ধের নানা স্মৃতিবাহী ঘটনার ছবি, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার নানা দলিল, স্মৃতিবাহী স্মারক। বঙ্গবন্ধু মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্নার উদ্বোধনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।