কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাগজের শিয়াল

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ১২:৪৬

১ এক পিঠে হলুদ আর আরেক পিঠে সাদা, এমন একটি বর্গাকার কাগজ নাও। ২ ঠিক কোনাকুনি একটা ভাঁজ দাও। ভাঁজ দিলে যেন ত্রিভূজাকার হয়। ৩ ত্রিভুজটির ঠিক মাঝ বরাবর ধরে ওপরের অংশ ভাঁজ করে নিচে নামাও। ৪ ওপরের অংশের লাইন ধরে নিচের অংশ দুটি ভাঁজ করে ওপরে তুলে দাও। ৫ নিচের দুটি অংশ ভাঁজ করলে দেখতে হবে ঠিক এ রকম। ৫ ভাঁজ শেষে উল্টো পিঠে ছবির মতো করে চোখ ও নাক আঁকলেই হয়ে যাবে শিয়াল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে