হঠাৎ গাইবান্ধার আকাশে সূর্যের লাল বলয়
হঠাৎ করে গাইবান্ধার আকাশে সূর্যের চারদিকে লাল বলয় তৈরি হওয়া দেখতে পান তারা। বন্ধুকে ফোন, দ্রুত হোয়াটসঅ্যাপ আর আত্মীয়-স্বজ্জনকে সোজা জানানো, জলদি ছাদে কিংবা বারান্দায় যাও। যারা অফিসে তারা কেউ কেউ জানালায়, কেউ কেউ অফিসের ছাদে উঠেন সূর্যের বলয় দেখতে। মোবাইল ফোনে যে যার মত করে ছবি তুলে যাচ্ছে। শনিবার (১৫ আগস্ট) ব্যস্ত শহরে অনেকের চোখ আকাশের দিকে। কারণ? ওই যে সূর্যের চারপাশে আলোর বলয়! সূর্যের চারিদিক ঢেকে রেখেছে রংধনু। তবে এ ঘটনা এ প্রথম নয়। ৩০ এপ্রিল, ২০১৬ তেও সূর্যের বলয় দেখা যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সূর্যের আলো
- প্রাকৃতিক দৃশ্য
- দুর্লভ