![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/15/110736_bangladesh_pratidin_pranab-15.png)
কাঁঠাল নিয়ে আসিস, ছেলের কাছে আবদার করেছিলেন প্রণব মুখার্জী
আমার জন্য গ্রাম থেকে একটা কাঁঠাল নিয়ে আসিস। অসুস্থ হওয়ার সপ্তাহখানেক আগে ছেলে অভিজিতের কাছে আবদার করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। অভিজিত মুখার্জী তখন কলকাতায়। তিনি গ্রামের বাড়িতে গিয়ে কাঁঠাল নিয়ে বাবার কাছে পৌঁছে দিয়েছিলেন। এক কোয়া কাঁঠাল খেয়ে হাসি ফুটেছিল ভারতীয় রাজনীতির চাণক্যের মুখে।