যৌতুকের পাঁচ হাজার টাকা কম, বিয়ে পণ্ড

দৈনিক আজাদী কলকাতা প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:৩৩

.tdi_2_ff9.td-a-rec-img{text-align:left}.tdi_2_ff9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সব ঠিকঠাক, কনে ও বরকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত তাদের পরিবার। বধূ সাজে কনে নিয়ে মন্দিরে প্রস্তুত পুরোহিত ও সংশ্লিষ্টরা। সাতপাক ঘোরাতে পারলেই বিয়ে সম্পন্ন হবে। কিন্তু না; কিছুতেই আসরে বসানো গেল না বরকে। তার দাবি, কথামত যৌতুকের সব টাকা পরিশোধ করতে হবে, না হয় কিছুতেই বসবেন না বিয়েতে। এমন বাদানুবাদের মধ্যে একে একে ৩টি লগ্নই পেরিয়ে গেল। কোনো ক্রমেই আসরে বসানো গেল না বরকে। ফলে পণ্ড হয়ে গেল বিয়ের সব আয়োজন। এ ঘটনায় উত্তেজনার একপর্যায়ে বর নিয়ে তার পরিবার পালিয়ে যেতে চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে বরসহ ৩ জনকে আটক করে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার করলডেঙ্গা মেধস মুনির আশ্রমে এই ঘটনা ঘটে। তবে গতকাল শুক্রবার তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুরের স্কুল পড়ুয়া এক কিশোরীর সাথে বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি গ্রামের বাবুল শীলের ছেলে সেলুন কর্মচারী জিকু শীলের বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল বৃহস্পতিবার রাতে। সব প্রস্ততি সম্পন্ন, উভয়পক্ষ বর ও কনে নিয়ে হাজির মেধস মুনির আশ্রমে। কনেপক্ষ যৌতুক হিসেবে বরপক্ষকে ১ ভরি স্বর্ণ ও ৬০ হাজার টাকা প্রদান করার কথা। কিন্তু দেয়ার সময় ৫ হাজার টাকা কম দেয় কনেপক্ষ। এতে বেঁকে বসে বরপক্ষ। বরের সাফ জবাব, এক টাকাও কম হবে না। অনেক বোঝানোর পরও মন গলানো গলে না বর জিকু শীলের। এমনকি ওই ৫ হাজার টাকা আদায় করতে জিকু কল করে আশ্রমে নিয়ে আসেন ১৫ থেকে ২০ জনের সশস্ত্র দলকে। তাদের হুমকিতে-ধমকিতে আতংকিত কনেপক্ষ খবর দেয় পুলিশকে। তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাত্র জিকু শীল, পাত্রের বাবা বাবুল শীল ও বিয়ের ঘটক মদন শীলকে আটক করে থানায় নিয়ে যান। তবে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। কনের মা শেলি শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, উভয় পক্ষের সালিসী বৈঠকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ধার্য হয়েছে। তা আমরা মেনে নিয়েছি। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম বলেন, ‘যৌতুকের ৫ হাজার টাকা দিতে না পারায় বিয়ের আসর ছেড়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছি। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।.tdi_3_d9d.td-a-rec-img{text-align:left}.tdi_3_d9d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও