You have reached your daily news limit

Please log in to continue


আমার দেখা নয়াচীন

(১৫ আগস্ট শনিবার স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং স্বাধিকার সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এদিন তিনি পরিবারের কয়েকজন সদস্য এবং আরো ক’জন স্বজনসহ মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন। বঙ্গবন্ধুর স্মরণে তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থের প্রথম দিকের কিছু অংশ তুলে ধরা হলো। বইয়ের ভাষা অপরিবর্তিত রাখা হয়েছে।) ১৯৫২ সালে জেল হতে বের হলাম, রাষ্ট্রভাষা আন্দোলনের পর। জেলে থাকতে ভাবতাম আর মাঝে মাঝে মওলানা ভাসানী সাহেবও বলতেন, ‘যদি সুযোগ পাও একবার চীন দেশে যেও।’ অল্পদিনের মধ্যে তারা কত উন্নতি করেছে। চীন দেশের খবর আমাদের দেশে বেশি আসে না এবং আসতে দেয়াও হয় না। তবুও যতটুকু পেতাম তাতেই মনে হতো যদি দেখতে পেতাম কেমন করে তারা দেশকে গড়েছে!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন