হুইসেল পোডু! ধোনির নামের পাশে রয়েছে এমনই ৬ রেকর্ড, যা কখনও ভাঙা যাবে না...
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় ৫ মাসেরও বেশি সময় ধরে ২২ গজে পা পড়েনি ভারতীয় ক্রিকেটারদের। আর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য সেই সময়টা আরও একটু বেশি। দেড় বছর দলের বাইরে, মাঠের বাইরে মাহি। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের এক্কেবারে শুরুর দিকে কিছু দিন চেন্নাইতে প্র্যাকটিস করলেও, করোনার সংক্রমণের কারণে রাঁচিতে ফিরে আবার গৃহবন্দি অবস্থায় থাকতে হয় থালা ধোনিকে। তবে আর মাত্র হাতে গোনা কিছু দিনের মধ্যেই শুরু হবে IPL 2020। অগস্টেই দুবাই উড়ে যাবেন ধোনি-সহ গোটা চেন্নাই সুপার কিংস। এমনই আবহে সবথেকে খুশির খবর হল, ধোনির করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ। কিন্তু জানেন কি, ধোনি এমনই কিছু রেকর্ড করে বসে আছেন, যা জীবনেও কেউ ভাঙতে পারবেন না। দীর্ঘ ১৫ বছরেরও বেশি ক্রিকেট কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনির নামের পাশে লেখা আছে অজস্র রেকর্ড। এম এস ধোনির ক্রিকেট কেরিয়ারের বেনজির কিছু রেকর্ডের দিকে নজর রাখা যাক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.