শেখ হাসিনার দিল্লির বছরগুলি

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ১৭:০৩

শেখ হাসিনা দিল্লি এসেছিলেন ১৯৭৫ সালের শেষদিকে। কয়েক মাস আগে শেখ মুজিবের ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে।তারপর থেকে ১৯৮১ সালে বাংলাদেশ ফেরার আগে পর্যন্ত ছিল তাঁর দিল্লি প্রবাস। দিল্লিবাসের অধিকাংশ সময়টা শেখ হাসিনা ইন্ডিয়া গেটের কাছে পান্ডারা পার্ক এলাকায় ছিলেন। তিনি তখনও রাজনীতিতে আসেননি। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিল্লিতে কেটেছে তাঁর। সূত্র জানাচ্ছে, হাসিনার বাড়ির আশপাশে নিরাপত্তার কড়া বেষ্টনী ছিল। কারণ, ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্তাদের ভয় ছিল তাঁর নিরাপত্তা নিয়ে। তাই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দাদের নজরও থাকত সেখানে।

হাসিনার দিল্লি বাসের দিনগুলিতে তাঁর সঙ্গে অনেকবার কথা বলেছেন প্রখ্যাত ও প্রবীণ সাংবাদিক হিরন্ময় কার্লেকর। ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ''আমি শেখ মুজিবকেও চিনতাম। তিনি আমাদের বাড়িতেও এসেছেন। তবে সেটা স্বাধীনতারও আগে। আর শেখ হাসিনা যখন দিল্লি এলেন, তখন আমি তাঁর সঙ্গে কয়েকবার দেখা করেছি। তবে ফোনেই কথা হতো বেশি। হাসিনা তখন রাজনীতিতে নেই। ভিতরে ভিতরে হয়তো রাজনীতিতে নামার জন্য তৈরি হচ্ছিলেন। তবে আমার সঙ্গে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা হতো।''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও