![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/14/780a2a31740708591072603ec8564619-5f366a5b1d83b.jpg?jadewits_media_id=1554026)
মুঠোফোনে লুডু খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০, বসতঘরে আগুন
মাদারীপুরের রাজৈর উপজেলায় মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০টি বসতঘর ভাঙচুর এবং পাঁচটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে