প্রেমের টানে বাড়ি ছেড়ে লাশ হল স্কুলছাত্রী!
প্রেমের টানে রাতের আধারে পরিবারের অজান্তে বাড়ি ছেড়ে বের হয়ে লাশ হল দিনাজপুরের খানসামায় স্কুলছাত্রী লতা রায় (১৭)! তিনি খানসামা উপজেলার খামারপাড়া ইউপির জোয়ার গ্রামের মৃত ধনেশ্বর চন্দ্র বর্মনের মেয়ে। শুক্রবার সকালে খানসামার ভাবকী ইউপির আগ্রা গ্রামের শেখ পাড়ায় রাস্তার পাশে লিচু গাছে তার ঝুলন্ত মৃতদেহ