পুরনো রূপেই ফিরেছে গণপরিবহন, ভাড়াও দ্বিগুণ!
পুরনো রূপেই ফিরেছে দেশের গণপরিবহন। কোনও আসন ফাঁকা না রেখেই যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনগুলো সরকার ঘোষিত গাইডলাইন বা স্বাস্থ্যবিধিও মানছে না। ফলে গণপরিবহনে যাতায়াতকারীদের করোনা ঝুঁকি বেশি বলে আশঙ্কা করছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরাও। তারা বলছেন, সরকার ঘোষিত ৫০ শতাংশ আসন ফাঁকা না রেখেই বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। স্বাস্থ্যবিধি যদি মানা না-ই হয়, তাহলে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার দাবি করছেন যাত্রীরা। অপরদিকে পরিবহন মালিকরা বলছেন, সাধারণ মানুষ করোনাকে ভয় পাচ্ছে না। তাই তারা গণপরিবহনে স্বাস্থ্যবিধিও মানতে চায় না। এজন্য তারাও আগের ভাড়ায় ফিরে যেতে চান।