ম্যানহাটনের চেয়েও বড় আইস শেলফ গলতে শুরু করেছে
ইত্তেফাক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ০৭:০০
করোনার মধ্যেই পরিবেশ বিজ্ঞানীদের নতুন করে চিন্তায় ফেলেছে হিমবাহ ধসের আশঙ্কা। তাপমাত্রা বাড়ছে পৃথিবীর। যার ফলে গলতে শুরু করেছে মেরু অঞ্চলের বরফ। শুধু মেরু অঞ্চলই নয়। বরফ গলছে পৃথিবীর বিভিন্ন দেশের বরফাবৃত অঞ্চলগুলোরও। খবর ইকো ওয়াচের।
এতদিন এই বিষয়কে খুব একটা গুরুত্ব দেয়নি কেউ; কিন্তু কানাডার উত্তরাঞ্চলের বৃহত্তম নুনাভাটের বরফ গলতে শুরু করায় এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভূবিজ্ঞানীদের।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তাপমাত্রা
- হিমবাহ
- গলে যাওয়া