ওমানে উটের আক্রমণে কুলাউড়ার যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের ওমানে উটের পায়ের আঘাতে কুলাউড়ার ফয়াজ মিয়া (২৫) নামক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। নিহত ফয়াজ উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফয়াজ সাড়ে তিন বছর আগে জীবিকার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। পাশাপাশি তিনি ওই বাগানে একটি উটের ফার্মে পার্টটাইম কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে উটকে খাবার দিতে গেলে একটি উত্তেজিত উট পা দিয়ে সজোরে তার বুকে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে যায়। নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা, ভাই-বোনসহ আত্মীয়-স্বজনের বুকফাটা কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়িতে। ছেলের লাশ শেষবারের মতো দেখার জন্য বার বার বিলাপ করেছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা।
- ট্যাগ:
- প্রবাস
- উট
- যুবকের মৃত্যু