নগরকান্দায় জন্মষ্টমী উদযাপিত
নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মষ্টমী। মঙ্গলবার বিকালে অষ্টমী তিথিতে সর্বজনীন গাং জগদিয়া কালি মন্দির প্রাঙ্গণে নগরকান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দিলীপ কুমার রায়, নগরকান্দা থানা ওসি তদন্ত মিরাজ হোসেন, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপুল কুমার রায়, নগরকান্দা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।