পটুয়াখালীর মির্জাগঞ্জে তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে কালভার্টসহ রাস্তা। জানা যায়, অমাবস্যার জোয়ারে কারণে শ্রীমন্ত নদীর পানি বৃদ্ধি পেয়ে ও স্রোতের তোপে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব (র.) এর মাজারের দক্ষিণ দিকে চর এলাকার রাস্তা ও কালভার্ট ভাসিয়ে নিয়ে গেছে। ফলে ভাসছে চর এলাকাবাসী। পানিতে তলিয়ে আছে আউশ ধানের বীজ। চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই এলাকার লোকজন ভাঙা স্থলে রাস্তার ওপরে সাঁকো দিয়ে চলাচল করছেন। দুর্ভোগের যেন শেষ নেই তাদের। স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা রাস্তা দিয়ে তবুও কষ্ট করে চলাচল করা যেত। কিন্তু কয়েকদিন আগে জোয়ারের পানিতে একটি কালভার্ট ও রাস্তার বিভিন্ন জায়গা ভেঙে যায়। এ যেন মড়ার উপরে খাঁড়ার ঘা। আর উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার হলেও এই রাস্তাটি যেন কারও নজরে আসে না। সরজমিন দেখা যায়, রাস্তাটি বেশ কয়েক জায়গায় সম্পূর্ণভাবে ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে কালভার্ট। রাস্তার বিভিন্ন জায়গা দেখে মনে হয় ছোট ছোট খাল। রাস্তার ওপরে রয়েছে সাঁকো। আর এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকাবাসী।॥
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.