গাজীপুর মহানগরীর বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা, ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। তিনি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের লাঠিভাঙ্গা, কালাকুর, ইটাহাটা নামাপাড়াসহ আশপাশের এলাকায় বন্যায় দুর্গত পাঁচ শতাধিক পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা ত্রাণসামগ্রী তুলে দেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, মুড়ি ও শুকনো খাবার। ব্যক্তিগতভাবে এসব সামগ্রী বিতরণ কালে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বন্যাকবলিত মানুষের কাছে এসব সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ভবিষ্যতেও সংকটের সময়ে দুঃসময়ে পাশে থাকবে যুবলীগ। এ সময় অন্যদের মাঝে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা রাহাত খান, হালিম মোল্লা মাহফুজুর রহমানসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.