জ্বরে ভুগছেন পরিযায়ী, পিপিই পরে বাইকে চাপিয়ে হাসপাতালে গেলেন তৃণমূল নেতা
শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ার খবর যখন রাজ্যের নানা প্রান্তে, তখন ঠিক উল্টো ছবি জঙ্গলমহলের এক প্রত্যন্ত গ্রামে। পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরেছেন, জ্বরও রয়েছে বলে খবর। কিন্তু পরীক্ষা করানোর কোনও উদ্যোগ নেই। না পরিবারের তরফে, না প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে একা এগিয়ে গেলেন স্থানীয় তৃণমূল যুবনেতা। পিপিই কিট পরে বাইক নিয়ে হাজির হলেন পরিযায়ী শ্রমিকের বাড়ি। হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে ফের পৌঁছে দিয়ে গেলেন বাড়ির উঠোনে। গোটা গোপীবল্লভপুরে এখন চর্চা যুবনেতা সত্যকাম পট্টনায়েককে নিয়ে।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে সত্যকাম এমনিতে বেশ পরিচিত নেতা। কারণ তিনি গোপীবল্লভপুর-১ ব্লক যুব তৃণমূলের সভাপতি তিনি। সাংগঠনিক এবং সামাজিক কাজে করিৎকর্মা হিসেবে খ্যাতি রয়েছে। কিন্তু জ্বরে ভুগতে থাকা রোগীকে কোভিড পরীক্ষার জন্য বাইকে চাপিয়ে নিজে হাসপাতালে নিয়ে গিয়ে যে নজির সত্যকাম পট্টনায়ক ১০ অগস্ট তৈরি করেছেন, তা অনেককেই চমকে দিয়েছে। সত্যকামের পরিচয়টাই যেন রাতারাতি বদলে গিয়েছে এলাকায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.