![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F09%2Foc-prodip.jpg%3Fitok%3D2llsdaHF)
মহেশখালীতে ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ
কক্সবাজারে মহেশখালী উপজেলায় ২০১৭ সালে কথিত বন্দুকযুদ্ধে লবণচাষি আবদুস সাত্তার নিহতের ঘটনায় ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। তবে ওই ঘটনায় তিন বছর আগে পুলিশের দায়ের করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্বাস উদ্দীন এই আদেশ দেন। নিহত আবদুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার গতকাল বুধবার মহেশখালী আদালতে মামলাটি দায়ের করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘হামিদা আক্তারের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তিন বছর আগ