কুয়েতে ৪৫০ ভুয়া কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে চিরতরে নিজ দেশে ফেরত পাঠানো হবে এক লাখ প্রবাসীকে। শ্রমবাজারে জনসংখ্যার ভারসাম্য রক্ষা ও ভিসা ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রায় ৪৫০টি ভুয়া কোম্পানির ভিসা বিক্রির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার। এসব কোম্পানি থেকে ভিসা ক্রয় করে আসা প্রায় এক লাখ প্রবাসীকে চলতি বছরে ফিরে যেতে হবে নিজ দেশে। এছাড়া যাদের কোনো ডিগ্রি নেই বয়স ৬০ বছর বা তার বেশি হয়েছে তারা শুধুমাত্র এক বছরের আকামা নবায়ন করতে পারবেন।