আক্রমণাত্মক আতালান্তার বিপক্ষে খেলা কঠিন হবে-ম্যাচের আগে পিএসজি কোচের কথাটাই সত্যি হলো। ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে হারতে বসেছিল তারা। নাটকীয় পট পরিবর্তনে শেষ সময়ের দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ার পর তাই দলটির কোচ টমাস টুখেল স্বস্তি আর আনন্দে চিৎকার দিয়ে ওঠেন। যদিও অমন জয়ের পর উদযাপনটা আপন ঢংয়ে করতে না পারার একটুখানি আফসোসও আছে বটে তার। বোঝাতে চাইলেন, দুই পা ঠিক থাকলে কি না করতেন তিনি!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.