![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77523296/pic.jpg)
গলায় তার আটকে ১০ দিনের লড়াই, খাবার-জল ছাড়া মৃত্যু বাঘিনীর
nationবুনো ভালুক ধরতে জঙ্গলের মধ্যে নাইলনের তার আটকে রেখেছিলেন গ্রামবাসীরা। সেই তার গলায় আটকে গিয়ে মৃত্যু হল এক বাঘিনীর। উত্তরপ্রদেশের দুধওয়ার জঙ্গলে এই ঘটনা ঘটেছে। ১০ দিন ওই ভাবে ছটফট করে মারা যায় বাঘিনীটি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাঘের মৃত্যু