রুশ ভ্যাকসিনের ট্রায়াল খতিয়ে দেখার অপেক্ষায় ডব্লিওএইচও

এনটিভি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১৫:০৫

রাশিয়া নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন দ্রুত অনুমোদন দেওয়ায় বিশ্বজুড়ে অনেক বিশেষজ্ঞই একে সন্দেহের চোখে দেখছেন। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, তারা রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ফাইভ’ ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল খতিয়ে দেখার অপেক্ষায় রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার রাশিয়াকে ভ্যাকসিন অনুমোদন দেওয়ার প্রথম দেশ হিসেবে ঘোষণা দেন। যদিও দুই হাজার মানুষের ওপর ভ্যাকসিনটির চূড়ান্ত ধাপের পরীক্ষা গতকাল বুধবার শুরু হওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এদিকে ডব্লিওএইচও গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, তারা রুশ বিজ্ঞানী ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও