বৈরুত বিস্ফোরণে ১৫০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে : লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির এক হাজার পাঁচশ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। বৈরুতের ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে। গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া এক লাখের বেশি শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। ওই গুদামে দুই হাজার ৭৫০ টন