দেশের সবচেয়ে বড় কোকেন ল্যাবের সন্ধান পেল ডাচ পুলিশ
আগে ছিল রাইডিং স্কুল বা ঘোড়সওয়ারি শেখানোর স্কুল। সেটাকেই পরে গোপনে কোকেন ল্যাবে পরিণত করে দুষ্কৃতকারীরা। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর নিজভিনের ল্যাব থেকে হাজার হাজার লিটার রাসায়নিক ও ১০০ কেজি কোকেন উদ্ধার করেছে পুলিশ। ল্যাব থেকে গ্রেপ্তার করা হয়েছে একজন কলম্বিয়ান, একজন তুর্কি এবং একজন ডাচ নাগরিককে। তাঁদের জেরা করার পর সে সূত্র ধরে ১৩ জন কলম্বিয়ান, তিনজন ডাচ নাগরিক এবং একজন তুরস্কের নাগরিককে ধরেছে পুলিশ। বোঝা যাচ্ছে, বহুজাতিক কোনো মাদক পাচার চক্রের বড় ঘাঁটি ছিল ওই ল্যাবটি। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবরে জানিয়েছে। ডাচ পুলিশ জানিয়েছে, দিনে দেড়শ থেকে দুইশ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.