You have reached your daily news limit

Please log in to continue


পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে নিয়োগ

পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় পরিচালনার জন্য জি-টু-জি ভিত্তিতে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সেবাদাতা প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়ে অনুমোদন দেয়া হয়। ২০২১ সালের ৩০ জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দোতলা এই সেতু কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। এই উপর দিয়ে চলবে গাড়ী আর নিচ নিয়ে চলবে ট্রেন।বৈঠক শেষে অনলাইনে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পৃথিবীর সব দেশে বাসা থেকে বের হলেই কোনো না কোনোভাবে সরকারকে টোল দিতে হয়। এতে রাস্তা ব্রিজগুলোর মেইনটেইন্যান্স সহজ হয়। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি) এ কাজ পেয়েছে সার্বিক বিবেচনায়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এবং জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে এ কাজ দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন