![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F12%2Findia2.jpg%3Fitok%3D2n_eEsej)
বেঙ্গালুরুতে মন্দির পাহারায় মুসলিম যুবকরা (ভিডিওসহ)
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্টকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এই সহিংসতায়। এ ছাড়া অন্তত ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমামধ্যমগুলো।
এমন এক ঘটনার মধ্যেও উঠে এলো সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত। একদিকে যখন সহিংসতার ছবি অন্যদিকে বিক্ষোভকারীদের আগুন থেকে মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দির পাহারায় মুসলিম যুবকরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মন্দির
- মুসলিম
- সহিংসতা
- পাহারাদার