নুসরত-কৌশানী থেকে শ্রাবন্তী-মিমি, দেখুন টলি তারকাদের জমজমাট জন্মাষ্টমী!
তিথি অনুযায়ী কাল থেকেই দেশজুড়ে ঘরে ঘরে পালিত হচ্ছে কৃষ্ণের জন্মদিন। পঞ্জিকা মতে ১১ অগস্ট মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিট থেকে শুরু করে ১২ অগস্ট সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর তিথি থাকবে। অন্য দিকে ১৩ অগস্ট ভোর ৩টা ২৭ মিনিট থেকে শুরু করে ১৪ অগস্ট সকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে। এই জন্মাষ্টমীর জন্য ১২ অগস্টের মুহূর্তকেই শুভ বলা হচ্ছে। জন্মাষ্টমী পুজোর জন্য ৪৩ মিনিটের সময় পাওয়া যাবে। করোনার ভয়কে জুজু দেখিয়েই রাস্তায় বেরিয়েছেন মানুষ। বাড়ির প্রিয় সদস্যের জন্মদিন উপলক্ষ্যে কেনাকাটা সেরেছেন। আয়োজন করেছেন তাঁর পছন্দের ভোগের। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই উপচে পড়লো ছবি। কেষ্টকে সবাই কেমন সাজালেন, তাঁর জন্য কেমন আয়োজন হল এসব দেখেই দিন কেটেছে নেটিজনদের। কিন্তু বাদ থাকলেন না টলি তারকারাও। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের হাতে গোপালকে স্নান করে নতুন জামায় সাজালেন। হলুদ শাড়ি আর পাঞ্জাবীতে সাজলেন নিখিল নুসরত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.