![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2020/08/117306684_10159180581784298_101137235067130339_n.jpg)
কৃষির উন্নয়নে গণমাধ্যম যথেষ্ট কাজ করছেনা: শাইখ সিরাজ
দেশের কৃষিখাতের উন্নয়নে গণমাধ্যমের কাজ করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু সে সুযোগ যথেষ্ট কাজে লাগানো হচ্ছেনা বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর পরচিলক শাইখ সিরাজ।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগ আয়োজিত আজ ( সোমবার) অনলাইন বক্তৃতায় তিনি বলেন, 'কৃষি সাংবাদিকতা করার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা নাই। তবে এ খাতে কাজ করতে যা দরকার, তা-হল আগ্রহ ও আন্তরিকতা। কৃষির উন্নয়নে গণমাধ্যমের কাজ করার অনেক সুযোগ থাকলেও তা যথেষ্টভাবে কাজে লাগানো হচ্ছেনা।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষিতথ্য
- কৃষিকাজ
- শাইখ সিরাজ