![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/12/og/153149_bangladesh_pratidin_Natore.jpg)
নাটোরে ৩২ বাঁধ অপসারণ, ৫০০ একর জমির ফসল রক্ষা
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার থেকে দোলেরভাগ ব্রিজের মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার খাল। এই এক কিলোমিটার খালের উপর রয়েছে অন্তত ৩২টি বাঁধ। স্থানীয় লোকজন নিজেদের বাড়িতে যাওয়ার জন্য চিকন রাস্তা তৈরি করে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এতে করে বালিয়াডাঙ্গা ও বিলটুঙ্গি এলাকার প্রায় ১ হাজার