![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/521055_150.jpg)
সিংগাইরে নামতে শুরু করেছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বন্যাপ্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। সেই সাথে দৃশ্যমান হচ্ছে বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণও। পানিতে নিমজ্জিত সবজি মাচাসহ জেগে উঠতে শুরু করেছে সকল প্রকার নষ্ট হওয়া ফসলি জমি। তারপরেও পুনরায় বন্যা আতংক কাজ করছে তাদের মধ্যে। ফলে বাড়ছে হতাশা।
এদিকে, নতুন করে সবজি এবং অন্যান্য ফসলের বীজ সংগ্রহ, বীজতলা তৈরি, জমি চাষ, সার ও কীটনাশক ক্রয়ে তাদের যে মোটা অংকের অর্থ প্রয়োজন তা নিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে।