![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/04/6b4bab6a549a13b48fe45de2dfe9292c-5349010721d16-CHANBDPUR-1.jpg?jadewits_media_id=582109)
ভরা মৌসুমে ইলিশের খরা
এখন ইলিশের ভরা মৌসুম। কিন্তু উপকূলের নদ-নদীতে তেমন ইলিশ নেই। বঙ্গোপসাগরেও ইলিশ ধরা পড়ছে খুবই কম। তাই বাজারে সামান্য পরিমাণ যে ইলিশ মিলছে, তার দাম নাগালের বাইরে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলে-ব্যবসায়ীরা হতাশ।
বরিশালের পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেছেন, এই সময়ে ইলিশ মাছে সয়লাব থাকার কথা এ অঞ্চলের বাজারগুলো। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আর এ জন্য দামও নাগালের বাইরে।