You have reached your daily news limit

Please log in to continue


৮০০ শিকার তুলতে মরিয়া মুরলী বলেন ইশান্তকে, আউট হও না!

টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে ৮০০ উইকেট পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার সেই কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীধরন ভারতীয় স্পিনার আর অশ্বিনের ইউটিউব চ্যানেলে শোনালেন, মজাদার গল্প। ২০১০ সালের জুলাই মাস। ভারতের বিরুদ্ধে গলে সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসর নিয়েছিলেন মুরলী। সেই টেস্টের আগে তাঁর সংগ্রহ ছিল ৭৯২ উইকেট। মুরলী ঘোষণা করে দেন, প্রথম টেস্টের পরেই অবসর নেবেন। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে বড় রান করে। তার পরে দ্বিতীয় দিনটা বৃষ্টিতে ভেস্তে যায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পান তিনি। ভারত ফলো অন করে শেষ পর্যন্ত। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন লাসিথ মালিঙ্গা। মুরলী দু’উইকেট পেয়ে দাঁড়িয়েছিলেন ৭৯৯-তে। ভারতের তখন নবম উইকেটের পতন হয়ে গিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন