![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77493992/pic.jpg)
ভারত-সহ ২০ দেশ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেল রাশিয়া
world: পুতিনের দাবি, রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন 'স্পুটনিক ভি' নিরাপদ। এমনকী পুতিন কন্যা স্বয়ং এই ভ্যাকসিন নিয়েছেন। বিশ্বের ২০টি দেশ ভ্যাকসিনের অর্ডারও করেছে। কিন্তু, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তাড়াহুড়ো না-করে হু কী বলে, সেই অপেক্ষাই করছে।