ফের কমতে শুরু করেছে তামার দাম
                        
                            বণিক বার্তা
                        
                        
                        
                         প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ০১:০৪
                        
                    
                আন্তর্জাতিক বাজারে ফের কমতে শুরু করেছে তামার দাম। এ ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম কমে টনপ্রতি ৬ হাজার ৩৬৫ ডলারের নিচে নেমে এসেছে। চীনে আমদানি কমে আসার খবরে তামার বাজারে এ দরপতন বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর মেটাল বুলেটিন ও বিজনেস রেকর্ডার।
- ট্যাগ:
 - ব্যবসা ও অর্থনীতি
 - দাম কমলো
 - তামা
 - ঢাকা