![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/08/online/facebook-thumbnails/Untitled-9-samakal-5f32b70d920ef.jpg)
রেডিওতে প্রাথমিকের ক্লাস সম্প্রচার বুধবার থেকে
সমকাল
প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ২১:১৯
করোনার মধ্যে সংসদ টেলিভিশনের পাশাপাশি বুধবার থেকে প্রাথমিকের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ক্লাস রেডিওতে প্রচার শুরু হচ্ছে। বাংলাদেশ বেতারের এএম-৬৯৩ মেগাহার্জে এবং এফএম ব্র্যান্ড ও কমিউনিটি রেডিওতে এ সম্প্র্রচার শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।