![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F20%2Fschool.jpg%3Fitok%3DvXe5I1Va)
বেতারে বুধবার থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস
আগামীকাল বুধবার থেকে বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষাপাঠ সম্প্রচার শুরু হবে। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষাপাঠ কার্যক্রম সারা দেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.