‘সুশান্তকাণ্ডে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে’, সুপ্রিম কোর্টে অভিযোগ রিয়ার
রাজনৈতিক চাপে'র ফলেই মামলা পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন অভিনেত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছেন রিয়ার আইনজীবী শ্য়াম ডিভান। সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ঘটনায় ‘রাজনৈতিক প্রভাব খাটানো’ হয়েছে বলে অভিযোগ করলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। ‘রাজনৈতিক চাপে’র ফলেই মামলা পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন অভিনেত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছেন রিয়ার আইনজীবী শ্য়াম ডিভান। বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চকে রিয়ার আইনজীবী শ্য়াম বলেন, সুশান্তের বাবার দায়ের করা এফআইআরের সঙ্গে পাটনায় কোনও অপরাধের যোগ নেই। উল্লেখ্য়, বিহারে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। এফআইআর মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে যান রিয়া। এদিন ডিভান বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে, তা একেবারেই অনভিপ্রেত।