Google আনল আপনার ভার্চুয়াল ভিজিটিং কার্ড! জানুন People Card সম্পর্কে
এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তবে নিশ্চয়ই ভিজিটিং কার্ড রয়েছে আপনার? ভিজিটিং কার্ড এমন একটি মাধ্যম, যা আমাদের অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় ঘটাতে সাহায্য করে। এই ধারণা থেকেই এবার ভার্চুয়াল ভিজিটিং কার্ড (Virtual Visiting Cards) নিয়ে এসেছে গুগল (Google)। নাম দেওয়া হয়েছে পিপল কার্ড (People Cards)। এর মাধ্যমে অনলাইনে সহজেই খুঁজে পাওয়া যাবে যে কোনও ব্য়ক্তিকে। গুগল সার্চে (Google Search) আপনার নাম লিখলেই জানা যাবে ন্যূনতম তথ্য। তবে এই পিপল কার্ড (People Cards) বাধ্যতামূলক নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.