বন্যায় ডুবে গেছে দেশের বহু এলাকা। আক্রান্ত অসংখ্য মানুষ। এই বন্যা দুর্গতদের জন্য প্রায় ২৫ লাখ টাকা মূল্যের শুকনো খাবার, কাপড়, জরুরি ওষুধ, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট নিয়ে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে ছুটছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন এবং মেইড ইন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। গায়ক ইমরান আছেন এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে।
এই তিনটি ফাউন্ডেশনকে মূলত এক জায়গায় দাঁড় করিয়েছেন কানেক্ট দ্যা ডটসের প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন। নর্থ আমেরিকা ভিত্তিক বাংলাদেশিদের চ্যারিটি সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী চন্দ্রনাথ মূলত এই ত্রাণ কার্য পরিচালনা করছেন। তিনি বলেন, ভালো কাজে আমরা তিনটি সংগঠন এক কাতারে দাঁড়িয়েছি মূলত বন্যার্তদের মুখে হাসি ফোটানোর জন্য।
সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার পানিবদ্ধ গিলাবাড়ী গ্রামে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন মেইড ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা গায়ক ইমরান হোসেন এবং তাদের স্বেচ্ছাসেবক দল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.