কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আড়াইহাজারে গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ, ৪ যুবকের বিরুদ্ধে মামলা

মানবজমিন আড়াইহাজার প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্ট কর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে সোমবার রাত ৮টার দিকে থানায় একটি থানায় একটি মামলা করেছেন। তাতে চার যুবককের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের (আলফা-৩) এটিম মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ধর্ষিতা জানান, সোনারগাও উপজেলার কাঁচপুর এলাকায় স্কয়ার নীট কম্পোজিট নামে পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। সোনাপুরে একটি ভাড়াবাসায় স্বামীকে নিয়ে বসবাস করছেন। চলতি মাসের ৮ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শ্বশুর বাড়ি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের তেতৈই তলার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কাকরাইল মোড়া এলাকায় নদের খেয়াঘাট পার হয়ে স্ট্যান্ডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠ্যাৎ চার যুবক তাকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলেন। পরে তিনি তাদের সাথে রওনা হন। যুবকের মধ্যে দুইজন হঠ্যাৎ আমার চোখে ও মুখে কাপড় পেঁচিয়ে গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। অন্য দুই যুবক আমাকে উঠিয়ে নিয়ে যায়। একটি নির্জন স্থানে নিয়ে চার যুবক দুই ঘণ্টাব্যাপী পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। অপরদিকে ধর্ষিতার স্বামী বলেন, শনিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রথমে তার স্ত্রী লোক লজ্জার ভয়ে চেপে যায়। পরদিন রোববার সকালে তার স্ত্রী কর্মস্থলে চলে যান। পরে এনিয়ে এলাকায় গুনজন শুরু হয়। পরে তিনি স্ত্রীর কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে চার যুবককে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও