চন্দ্রযানের শৌচালয়ের নকশা করলেন মঙ্গলের জমির মালিক
২০২৪ সালে চন্দ্রযানে করে চাঁদে মানুষ পাঠানোই নাসার লক্ষ্য। যার পরের ধাপেই মঙ্গল। এই সব ক্ষেত্রে যানের ওজন যত কম হয়, ততই ভালো। আর তাই চন্দ্রযানের শৌচালয়ের সম্ভাব্য নকশার জন্য আবেদন করেছে নাসা। বিজ্ঞানী-গবেষকসহ সারা বিশ্বের উর্বর মস্তিষ্কের মানুষদের কাছে এ নকশা চেয়ে পাঠানো হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিজ্ঞান
- চন্দ্রযান
- নকশা
- নাসা