![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/25/9c25b740b882f7c3f2cf46abedacfa72-5e031622088fc.jpg?jadewits_media_id=1495557)
পুলিশ দেখে পালাতে গিয়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ দেখে পালাতে গিয়ে কলি মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যুর হয়েছে বলে দাবি করেছে রূপগঞ্জ থানার পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলি মিয়ার বাড়ি ওই এলাকায়।