![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/11/8fb0ba452eec577c41e0651c56aed107-5f3240e503703.jpg?jadewits_media_id=682931)
তিন মাস পর কাপ্তাইয়ে মাছ আহরণ শুরু
তিন মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকেই বিএফডিসির তিনটি (রাঙামাটি, কাপ্তাই ও মহালছড়ি) বিপণন কেন্দ্রে ইঞ্জিনচালিত নৌকায় করে মাছ নিয়ে আসেন জেলেরা। মাছ আহরণ শুরু হওয়ায় এ সংশ্লিষ্টদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। কাজে ফিরেছেন শ্রমিক-কমচারী, ব্যবসায়ীসহ সবাই। চালু হয়েছে বিএফডিসির তিনটি বরফ কলও।