![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/25/9c25b740b882f7c3f2cf46abedacfa72-5e031622088fc.jpg?jadewits_media_id=1495557)
নোয়াখালীতে খাটে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি গ্রামের একটি ঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের নাম তাজনেহার বেগম (৫৫)। তিনি ওই গ্রামের আবু তাহেরের (৬৫) স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছেন।