চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে সঙ্কট কাটেনি, আগামী ৯৬ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রণব মুখোপাধ্যায়
অস্ত্রোপচার হয়ে গিয়েছে রাতেই। সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেটরে রয়েছেন তিনি। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় একথা জানান। আগামী ৯৬ ঘণ্টা প্রণববাবু চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। রক্তপাত না হলেও, সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা দেখা দেয়। তাই চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি হন। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, প্রণববাবুর শরীরে দানা বেঁধেছে কোভিড। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। তার পর ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে।