![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/08/11/103025bag.gif)
হারানোর ১৪ বছর পর মানিব্যাগ ফেরত
২০০৬ সালের ঘটনা। মুম্বাইয়ে লোকাল ট্রেনে চলাচলের সময় মানিব্যাগ হারিয়ে যায় এক ব্যক্তির। ১৪ বছর পর তিনি মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার ফোনকল পেয়েছেন। রেলওয়ে পুলিশ বলছে, ২০০৬ সালে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস -পানভেল ট্রেনে যাতায়াতের সময় হেমন্ত পেডেলকার তার মানিব্যাগ হারিয়ে ফেলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফেরত
- মানিব্যাগ